রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ (৩০শে জুলাই-৫ই আগষ্ট) উদযাপন উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে রাজবাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০শে জুলাই, মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসকের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন।
রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী সৈয়দ আরিফুল হক, দৈনিক যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রফিকুল ইসলাম, জেলার বিভিন্ন মৎস্য খামারের মৎস্যজীবী ও মৎস্য চাষীসহ মৎস্য ব্যবসায়ী।