গত ১৫ বছরের গুম ও খুনের বিচারের দাবিতে সারা দেশের ন্যায় রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (২১শে আগষ্ট) বিকালে রাজবাড়ী জেলা যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে দলের নেতাকর্মীরা জেলা বিএনপি’র কার্যালয়ের পাশে আজাদী ময়দানের আমতলায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল রহমান ঝন্টু, গোয়ালন্দ উপজেলা যুবদল সদস্য সচিব সানোয়ার আহমেদ, জেলা যুব দলের সদস্য আমিরুল ইসলাম, গোয়লন্দ পৌর যুব দলের সদস্য সচিব কামরুল ইসলাম, পাংশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন, পৌর যুবদলের আহবায়ক মো: সবুজ সরদার, দেবগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: রোকন দেওয়ান সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা গত ১৫ বছরে গুম, খুন জখম, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্ত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুন্থান হাজার অধিক ছাত্র, শিশু ও যুবক হত্যা এবং জখমের সরাসরি নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে জানিয়েছেন নেতাকর্মীরা।