বালিয়াকান্দিতে ৬ দফা দাবিতে ছাত্রদলের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে ৬ দফা দাবিতে শান্তি মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বালিয়াকান্দি সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি শান্তি মিছিল বের করা হয়।
এরপর শান্তি মিছিলটি বালিয়াকান্দি বাস স্ট্যান্ড হয়ে চার রাস্তা মোড়, উপজেলা চত্বর হয়ে বালিয়াকান্দি সরকারি কলেজ মাঠে এসে সমাবেশে অংশ গ্রহণ করে।
সমাবেশে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা খোন্দকার শফিউল আজম শিবলু।
বালিয়াকান্দি সরকারি কলেজের ছাত্রনেতা রাহাত আরমান (রক্তিম) এর সঞ্চালনায় সমাবেশে ও শান্তি মিছিলে ছাত্রনেতা সবুজ মাহমুদ, নিবির হাসান রচি, ইফতেখার ইফতির, ছাত্রনেতা ববি, সাকিব শেখ, মোঃ আকাশ, মিতা খাতুন, মোঃ ফজলে রাব্বী, হাসিব শেখ, আনোয়ার হোসেন, মোঃ সাজ্জাদ, হাদী খান অপু, হুমায়ন কবির বাপ্পী, মোঃ শাহিন, ইমরান, শান্ত, উৎস, প্রীয়ম, সামাদ সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের তুলে ধরা ৬টি দাবী হলো- কলেজের ‘জিল্লুল হাকিম একাডেমি ভবন’ এর নাম পরিবর্তন করে ‘শহীদ সাগর একাডেমি ভবন’ করা, ক্লাস বা কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের কোন দলীয় মিছিল/মিটিংয়ে জোরপূর্বক নিয়ে না যাওয়া এবং যে বা যাহারা শিক্ষার্থীদের কোন প্রকার জোর করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, শিক্ষার্থীদের লেখা-পড়ার জন্য সুন্দর পরিবেশ ও লাইব্রেরী এর ব্যবস্থা গ্রহণ করা, কলেজ মাঠ সংষ্কার করে খেলার উপযোগী করা, অতীতের ন্যায় ছাত্র-ছাত্রীদের জন্য কমন রুমের ব্যবস্থা করা, আন্তঃকলেজ টুর্নামেন্টে অংশ গ্রহণ করা।