বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান ও বিনামুল্যে ওষুধ বিতরণের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
রবিবার(২৭শে অক্টোবর) সকালে রাজবাড়ীর আজাদীয় ময়দানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জেলা যুবদলের নেতাকর্মীরা।
রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জি: মো: আমিনুর রহমান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড: লিয়াকত আলী বাবু।
এ সময় আগত বিভিন্ন বয়সের সাধারণ নারী পুরুষ রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও শতাধিক হত দরিদ্রের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
অনু্ষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দকি নর্দিশেনামূলক বক্তব্য রাখনে রাজবাড়ী জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড: কামরুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক মো: তোফাজ্জেল হোসেন মিয়া, যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক মো: আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো: শাহিনুর রহমান শাহিন সহ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস মো: মাসুমুল হক(তসলিম) ও জেলা যুবদলের সদস্য মো: আমিরুল ইসলাম। মেডিকেল ক্যাম্পে রাজবাড়ী জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।