ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাংশার মাছপাড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান Logo পাংশা মডেল থানার ওসি সালাউদ্দিনের সাথে রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ Logo কালুখালীতে বিএনপি’র উদ্যোগে মহান বিজয় দিবস পালিত Logo রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত Logo জনতা ব্যাংক পিএলসি’র উদ্যোগে মহান বিজয় দিবস পালিত Logo রাজবাড়ীতে শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদের শ্রদ্ধা নিবেদন Logo বাংলাদেশ ভূমি অফিসার কল্যাণ সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস পালিত Logo মহান বিজয় দিবসে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা নিবেদন Logo যথাযোগ্য মর্যাদায় ডা: আবুল হোসেন কলেজে মহান বিজয় দিবস পালিত Logo ডা: আবুল হোসেন কলেজে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রাজবাড়ীতে তানভীর হত্যাকারীদের বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজের শিক্ষার্থী তানভীর শেখ(২২) এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১৬ই নভেম্বর) রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তানভীরের বন্ধুমহল, সহপাঠীরা ও সাধারণ শিক্ষার্থীরা।

এরপর রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পান্না চত্ত্বর মোড় ও ১নম্বর রেলগেট ঘুরে একই স্থানে শেষ হয়। পরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে রাজবাড়ী বাজার-বড়পুল সড়কে অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে কলেজ ছাত্র নিহত তানভীর হত্যাকারীদের প্রধান আসামী সহ অন্যান্য আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। এ হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে নিহত নিহত তানভীর শেখের মা সাহেদা আক্তার পপি বলেন, আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলে হত্যায় কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তির আওতায় না আসে। যারা প্রকৃত দোষী তাদেরই গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। আমি দোষীদের ফাঁসি চাই আমি। আমার কোল যারা খালি করেছে আমি তাদের বিচার চাই।

মানববন্ধনে নিহত তানভীরের সহপাঠী তাহসীন বিন তামিম, জিহান, নবীন, সিয়াম, আরাফাত, প্রভা, তাফসীন, তূর্য, নাফি, রাহাত, শুভ, রিফাত, রূপক, মাহাদি, সাজিদসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তানভীর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বলেন, তানভীর হত্যা মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

জানা গেছে, গত ১২ নভেম্বর রাত ৯টার দিকে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ডের সার্বজনীন দুর্গা মন্দির সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় মো: তানভীর শেখকে (২২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ১৩ নভেম্বর নিহত তানভীরের মামা মোঃ আলম শেখ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ হত্যার সঙ্গে জড়িত এজাহার নামীয় কাজল (২১) ও রহিম শেখ (৩০) নামে দুইজনকে গ্রেফতার করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাংশার মাছপাড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান

রাজবাড়ীতে তানভীর হত্যাকারীদের বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ০৪:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজের শিক্ষার্থী তানভীর শেখ(২২) এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১৬ই নভেম্বর) রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তানভীরের বন্ধুমহল, সহপাঠীরা ও সাধারণ শিক্ষার্থীরা।

এরপর রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পান্না চত্ত্বর মোড় ও ১নম্বর রেলগেট ঘুরে একই স্থানে শেষ হয়। পরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে রাজবাড়ী বাজার-বড়পুল সড়কে অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে কলেজ ছাত্র নিহত তানভীর হত্যাকারীদের প্রধান আসামী সহ অন্যান্য আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। এ হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে নিহত নিহত তানভীর শেখের মা সাহেদা আক্তার পপি বলেন, আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলে হত্যায় কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তির আওতায় না আসে। যারা প্রকৃত দোষী তাদেরই গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। আমি দোষীদের ফাঁসি চাই আমি। আমার কোল যারা খালি করেছে আমি তাদের বিচার চাই।

মানববন্ধনে নিহত তানভীরের সহপাঠী তাহসীন বিন তামিম, জিহান, নবীন, সিয়াম, আরাফাত, প্রভা, তাফসীন, তূর্য, নাফি, রাহাত, শুভ, রিফাত, রূপক, মাহাদি, সাজিদসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তানভীর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বলেন, তানভীর হত্যা মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

জানা গেছে, গত ১২ নভেম্বর রাত ৯টার দিকে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ডের সার্বজনীন দুর্গা মন্দির সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় মো: তানভীর শেখকে (২২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ১৩ নভেম্বর নিহত তানভীরের মামা মোঃ আলম শেখ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ হত্যার সঙ্গে জড়িত এজাহার নামীয় কাজল (২১) ও রহিম শেখ (৩০) নামে দুইজনকে গ্রেফতার করে।