‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজে ৩দিন ব্যাপী তারুণ্যের মেলা-২০২৫ এর উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ই জানুয়ারী) বেলা ১১টায় ডা. আবুল হোসেন কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্ধোধন করা হয়।
ডা. আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিমের সভাপতিত্বে এ তারুণ্যের মেলার উদ্ধোধন করেন কলেজের গভনিং বডির সদস্য ও অংকুর কলেজের সাবেক অধ্যক্ষ নাইয়ার সুলতানা।
কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো: হাবিবুর রহমান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন কলেজের শিক্ষক প্রতিনিধি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইয়াসমিন আক্তার পিয়া, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক সাহেব আলী বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তামিম।
এসময় অনুষ্ঠানে কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো: সেলিম মিয়া, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম মিয়া, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আবজাল হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার সাইফুল ইসলাম, রোভার স্কাউট শিক্ষক একেএম সাইফুল ইসলাম, সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা কলেজ মাঠে আয়োজিত মেলায় রাজবাড়ীর ঐতিহ্য ও সংস্কৃতি, জুলাই বিপ্লবের প্রেক্ষাপটের তথ্যচিত্র সহ মুগ্ধ কর্ণার, সাঈদ কর্ণার, ফুল কর্ণার ও পিঠা কর্ণার স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা। উল্লেখ্য যে, আগামী ১৬ই জানুয়ারী এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।