রাজবাড়ীতে প্রতারণা করে গ্রাহকদের বিদ্যুৎ বিলের ২০লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়া ওজোপাডিকোর সেই পিচরেট কর্মচারী (অবৈধ মিটার রিডারম্যান) মোঃ রেজাউল ইসলাম ওরফে মোক্তার বিশ্বাস (৪৩)কে পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১০ই জুলাই) সন্ধ্যায় রাজবাড়ী সদর থানা ও গোয়ান্দ শাখা(ডিবি) দল যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুরের শিমুলতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজবাড়ী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে প্রতারক মোক্তারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রেজাউল ইসলাম মুক্তার (৪৩) রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মৃত সেলিম রেজার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে মোক্তারের অবস্থান নিশ্চিত করে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রাজবাড়ীতে আনা হয়েছে।
জানা গেছে, রাজবাড়ী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের(ওজোপাডিকো’র) পিচরেট কর্মচারী মোঃ রেজাউল ইসলাম ওরফে মোক্তার বিশ্বাস(৪০) কর্তৃক প্রতারণার মাধ্যমে গ্রাহকের বিদ্যুৎ বিলের এবং নতুন বিদ্যুৎ সংযোগের জামানতের বিপুল পরিমাণ টাকা আত্মসাতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়।
আরো জানা গেছে, প্রতারণার শিকার অর্ধশতাধিক গ্রাহক গত ২রা জুলাই এ বিষয়ে প্রতিকার চেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। এরপরই জেলা প্রশাসকের তাৎক্ষণিক হস্তক্ষেপে ফলে রাজবাড়ী ওজোপাডিকো লিঃ’র সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে পিচরেট কর্মচারী(মিটার রিডারম্যান) মোঃ রেজাউল ইসলাম মোক্তারের বিরুদ্ধে পেনাল কোডের ৪০৬/৪২০ ধারায় রাজবাড়ী থানায় মামলা নং-৫, তাং-০২/০৭/২০২৫ দায়ের করেন।
মামলায় পিচরেট কর্মচারী রেজাউল ইসলাম মোক্তার কর্তৃক গত ১লা জুলাই-২০২৩ থেকে ৩০শে ডিসেম্বর-২০২৪ তারিখ পর্যন্ত আলাদীপুর ও গোয়ালন্দ মোড় এলাকার বিভিন্ন স্থান থেকে ৪৭ জন গ্রাহকদের সাথে প্রতারণা করে বিদ্যুৎ বিলের আনুমানিক ১৬ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছেন বলে উল্লেখ করা দায়সারা মামলা দায়ের করেন। কিন্তু প্রকৃত পক্ষে মোক্তার বিশ্বাস ৫ শতাধিক গ্রাহকদের বিদ্যুৎ বিল ও ২শতাধিক বেশি নতুন সংযোগে কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছেন বলে জানা গেছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দায়সারা মামলা দিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা চালানো হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামি’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে