মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা ও খুলনায় যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ই জুলাই) সকাল ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ কর্মসূচির আয়োজন করে সাধারণ জনগণ ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার মুখপাত্র হাসিবুল ইসলাম শিমুল, যুগ্ম আহ্বায়ক মাহাদি রাকিবুল ইসলাম, এনসিপির নেতা আব্দুল্লাহ-আল-মামুন, শিক্ষার্থী তাহসিন আতিয়ার বিন তামিম প্রমুখ।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, যুগ্ম সদস্য সচিব সাঈদুজ্জামান সাকিব, ইসলামী আন্দোলন রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুল আলীমসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নের্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মিটফোর্ডে চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যার পর তার মরদেহের ওপর বর্বর নৃত্য করেছে। এটা আইয়্যামে জাহেলিয়াতের চিত্র। মধ্যযুগীয় কায়দায় এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ।
এ সময় বক্তারা খুলনায় যুবদল নেতার হত্যারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।