রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া ট্রেনে কাটা পড়ে সুন্দরী বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
২৩শে জুন সকালে গোয়ালন্দ ঘাট ছেঁড়ে আসা পোড়াদহ গামী সাটল ট্রেনে কাটা পড়ে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত সুন্দরী বেগম উপজেলার কালিকাপুর ইউপির রায়নগর স্লুইস গেট এলাকার জাহিদ শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা পোড়াদহগামী সাটল ট্রেনে কাটা পড়ে সুন্দরী বেগম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে দুপুরে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ সোমনাথ বসু জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।