রাজবাড়ীর কালুখালী উপজেলাতে বর্ণাঢ্য র্যালী, পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২৩শে জুন, রবিবার বিকালে কালুখালী উপজেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এ দিবসটি উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্ত্বরে এসে সমবেত হয়।
কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের, বীর মুক্তিযোদ্ধা আকামত আলী মন্ডল, মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, মৃগী ইউপি চেয়ারম্যান এমএ মতিন, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাসেল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষ্যে মিষ্টি বিতরন করা হয়।