রাজবাড়ীতে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের স্থায়ী কর্মচারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
২৬শে জুন, বুধবার সকাল থেকে রাজবাড়ীর সিনিয়র এইএন দপ্তরে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন রেলওয়ের বিভাগীয় প্রকৌশল-১।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম (রাজশাহী) বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ আসাদুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক সুকুমার ভৌমিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পশ্চিম) লিয়াকত শরীফ খান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন ।
কর্মশালায় রেলওয়ের প্রকৌশল বিভাগের বিভিন্ন পর্যায়ের ৩৫০ জন স্থায়ী কর্মচারীদের ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।