রাসেলস্ ভাইপার সাপের আক্রমণ থেকে রক্ষার্থে রাজবাড়ীর পাংশা উপজেলার ২টি ইউনিয়নের কৃষকদের মাঝে ৫৮জোড়া গামবুট (বিশেষ জুতা) বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১১ই জুলাই) দুপুরে পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সামগ্রী বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো কৃষকদের হাতে এ গামবুট তুলে দেন। এসময় তিনি কৃষকদের মধ্যে রাসেলস্ ভাইপার সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে সারা দেশে রাসেলস্ ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। পাংশা উপজেলার বাহাদুরপুর ও হাবাসপুর ইউনিয়নের মধ্যে দিয়েই পদ্মা নদীর পানি প্রবাহিত হয়।পদ্মার চর এলাকায় ইতিমধ্যে কয়েজন কৃষক এই সাপের আক্রমণের শিকার হয়েছে।