রাজবাড়ীর সদর উপজেলার শ্রীপুর এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে মেসার্স কাদেরীয়া বেকারীকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৯ই জুলাই) অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
জানা গেছে, মেসার্স কাদেরীয়া বেকারীকে পণ্যের মোড়ক, ইত্যাদি যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ১৫হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।