রাজবাড়ীতে ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা-ইন-মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) রুপান্তর করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬শে এপ্রিল) সকালে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের সামনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মো: মানিক মিয়া, বিজয় বিশ্বাস, রবিউল ইসলাম, সাধনা রায়, নাঈম হাসান সহ প্রমুখ।
এসময় নার্সিং শিক্ষার্থীরা ‘এইচএসসি পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) সমমান চাই, বৈষম্যের ঠাঁই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) চাই’ বিভিন্ন স্লোগানে দিতে দেয়।
মানববন্ধনে নাসিং শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন আমরা আমাদের ডিপ্লোমাকে ডিগ্রির (পাস কোর্স) সমমান করার দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু সরকার আমাদের কোন কথায় কর্ণপাত করছে না। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা আগামীতে কঠোর আন্দোলন গড়ে তুলবো।