সাতক্ষীরার তালা উপজেলায় কৈশোর কর্মসূচী সংক্রান্ত প্রতিবেদন প্রকাশে বিশেষ অবদান রাখায় দৈনিক ইত্তেফাক পত্রিকার তালা উপজেলা সংবাদদাতা গাজী জাহিদুর রহমানকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।
রবিবার (৩০শে জুন) সকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমীতে উন্নয়ন প্রচেষ্টা ও পিকেএসএফের অর্থায়নে পরিচালিত কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা দিবস, কৈশোর মেলা ও গুণীজন সম্মাননার আয়োজন করা হয়।
জানা গেছে, চলতি অর্থ বছরে উপজেলায় সামাজিক, ক্রীড়া, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখায় উপজেলার ৪ জন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন- কৈশোর কর্মসূচী সংক্রান্ত প্রতিবেদন প্রকাশে অবদান রাখার জন্য দৈনিক ইত্তেফাক পত্রিকার তালা উপজেলা সংবাদদাতা গাজী জাহিদুর রহমান, সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, ক্রীড়া কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য ক্রীড়া সংগঠন মীর হারুন-রশীদ পুকার, উপজেলার সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ বেতার খুলনার শিল্পী দেবশ্রী পাল।
উন্নয়ন প্রচেষ্টা’র পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সনজয় বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সিনগ্ধা খাঁ বাবলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এসএম নাহিদ হাসানের সঞ্চালনায় অতিথিরা চিত্রাংকন, নৃত্য, সংগীত প্রতিযোগিতা ও বিভিন্ন ক্লাবের সদস্যদের মধ্যে পুরষ্কার এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় অতিথিরা কৈশোর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।