রাজবাড়ীর পাংশা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫শে নভেম্বর) বিকালে পাংশা উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
আগামী ১৪ই ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ও ১৬ই ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
এ প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আবু দারদা।
সভায় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, মৎস্য কর্মকর্তা আবু সাঈদ আহমেদ, সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা সাহিদা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।