‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলায় তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য শূণ্যতা বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ই জানুয়ারী) সকাল ১০টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালীটি রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর বাজার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন করেন রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মারিয়া হক।
এসময় উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাম রাব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জনি খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধূ সূদন সাহা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।