রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে বিভিন্ন ইউনিয়নে অগ্নিকান্ডে/ ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় ১০টি পরিবারকে বিনা মূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
২৭শে জুন বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এ সামগ্রী বিতরণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় উপজেলার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করেন। এসময় প্রত্যেক পরিবারকে ১ বান্ডিল করে টিন ও নগদ ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস উপস্থিত ছিলেন।