‘সব মার্কা দেখা শেষ, হাত পাখা মার্কার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উদ্যোগে ১৩ দফা দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৬ই সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্ত্বরে গোয়ালন্দ উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোঃ মেহের মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মওলানা আমিনুল ইসলাম কাসেমি।
অনুষ্ঠিত গণ সমাবেশ হতে ঘোষনা করা হয় আগামীতে এই দেশ আলেম-ওলামাদের নেতৃত্বে পরিচালিত হবে। যার নেতৃত্বে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র চেয়ারম্যান মুফতি ফজলুল করিম।
সমাবেশে আলেম-ওলামারা এ দেশে ছাত্র-জনতার আন্দোলনে গণ হত্যার বিচার, দূর্নীতিবাজদের সকল অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষনা সহ সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ১৩ দফার দাবি করেন।
গোয়ালন্দ উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের রাজবাড়ী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ সাব্বির আহমেদ, গোয়ালন্দ মুজাহিদ কমিটির সভাপতি কোরবান আলী, মওলানা রবিউল ইসলাম, মওলানা আব্দুল আলিম, মওলানা জহুরুল ইসলাম প্রমূখ।