জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০শে মার্চ) বিকালে রাজবাড়ী শহরের বড়পুলস্থ মুঘল রেস্টুরেন্টের ২য় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি জেলা কমিটির নেতৃবৃন্দ।
রাজবাড়ী জেলা জাতীয় নাগরিক পার্টি’র সংগঠক সোহেল তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা।
রাজবাড়ী জেলা জাতীয় নাগরিক পার্টি’র এ্যাডঃ খান মোহাম্মাদ নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক খালিদ সাইফুল্লাহ, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আব্দুল গণি’র সহধর্মিণী লাকী আক্তার, সিরাজুম মনির তাহসিন, বায়েজিদ হোসেন শাহেদ, সংগঠক ও বিশিষ্ট ব্যাবসায়ী, আইনজীবী, জুলাই বিপ্লবের আহত যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি’র সংগঠক আব্দুস সাত্তার চৌধুরী, ফরিদ মোল্লা, রবিন মাস্টার, মনির মিয়া রনজু, মাহমুদ আলম বাঁধন প্রমূখ।
বক্তাগণ বৈষম্যহীন গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ বিনির্মানে রাষ্ট্র সংস্কার আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তৃণমূল পর্যায়ে কাজ করার আহবান জানান এবং জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র জনতা হত্যাকারী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত বিচার ও শাস্তি দাবী করেন।
বক্তব্য শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।