রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি পরিত্যক্ত ঘরের মেঝে থেকে ৪৪টি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছেন সাপুড়ে লিটন সরকার।
বৃহস্পতিবার (৪ঠা জুলাই) সকালে উপজেলার উজানচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের আরিফ শেখের পরিত্যক্ত ঘরের মেঝে থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আরিফ শেখের পরিবারের সদস্যরা গত কয়েকদিন যাবৎ বাড়িতে বিষধর সাপের আনাগোনা লক্ষ্য করেন। পরে বুধবার (৩রা জুলাই) তারা সাপুড়ে লিটন সরকারের সাথে যোগাযোগ করলে সে বৃহস্পতিবার সকালে তাদের বাড়ীতে আসে।
এরপর পরিত্যক্ত ঘরের মেঝে খুড়ে একের পর এক ৪৪টি গোখরা সাপের বাচ্চা বের করে আনেন। এ সময় মা সাপটি ধরা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকে ওই এলাকায় সাপের আতঙ্ক বিরাজ করছে।
সাপুড়ে লিটন সরকার জানান, সাপের বাচ্চাগুলো ধরে আনার পর ওই দিন বিকালে তার বাড়িতে সাপের বাচ্চা দেখতে ভিড় করেন উৎসুক জনতা। আপাতত ওই সাপের বাচ্চাগুলো সাপুরের বাড়িতে একটি মাটির পাত্রে রাখা হয়েছে।
তিনি আরো জানান, সে সাপের বাচ্চাগুলোকে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা জানান, বর্ষা মৌসুমে ইউনিয়নের বিভিন্ন মাঠে রাসেলস ভাইপারসহ বিভিন্ন বিষধর সাপের উপদ্রব আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। আমি সবাইকে অনুরোধ করবো আমরা যেন সকলে সচেতন ভাবে পথঘাটে চলাফেরা করবো। রাতের আঁধারে টর্চ লাইট ব্যবহার করতে হবে।
উল্লেখ্য যে, গত ২৭শে জুন গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে উজানচর ইউনিয়নের শতাধিক কৃষককের মাঝে সাপের আতঙ্ক কাটাতে বিনামূল্যে গামবুট বিতরণ করা হয়েছে।