বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, পলাতক সরকারের প্রধান শেখ হাসিনা দূরে বসে ষড়যন্ত্র করছে। অবিলম্বে পলাতক সরকার প্রধান, তার দুর্নীতিবাজ পরিবারের সদস্য ও লুটেরা বাহিনীকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। এই অন্তবর্তীকালীন সরকারকে আমরা সকল রাজনৈতিক দল ও মানুষ তাদেরকে সমর্থন করে বসিয়েছি। এদেশের মানুষ তাদের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন ও নিরপেক্ষ সংসদ চায়।
রবিবার বিকালে রাজবাড়ীর শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে কেন্দ্র ঘোষিত রাজবাড়ী জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেছেন তিনি।
হেলালুজ্জামান তালুকদার লালু আরো বলেন, গত ৫ আগস্ট এ দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা আন্দোলন করে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বিশ্বের মানুষ জানে এই আন্দোলনে সর্বজনস্বীকৃত মহানায়ক হচ্ছে তারেক রহমান। আমরা এই সরকারের বিরুদ্ধে আবারও আন্দোলন করতে চাই না। এই সরকার ফেল হোক আমরা সেটাও চাই না। অবিলম্বে এই দেশে একটি জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যা কিছু করার দরকার এই সরকার আমাদের সাহায্য সহযোগিতা করবে।
রাজবাড়ী জেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
প্রধান বক্তা শামা ওবায়েদ বলেন, হাসিনা পালায় যাওয়ার ৬ মাস পরেও কেনো বিএনপির জেলায় জেলায় সমাবেশ করতে হচ্ছে! হাসিনা পালায় গেছে জিনিসের দাম কমে নাই, সিন্ডিকেট ভাঙাতে পারেন নাই, দুর্নীতি কমাতে পারেন নাই, নারীরা ধর্ষিত হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে! ইউনুস সাহেব এই ৬/৭ মাসে আপনি একটা নমস্কার ও করতে পারেন নাই।
রাজবাড়ী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন ও মোঃ রেজাউল করিম শিকদার (পিন্টু)র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ আসলাম মিয়া, জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম প্রমুখ।
জানা গেছে, রাজবাড়ী জেলাতে দীর্ঘদিন যাবৎ বিএনপি’র দুটি গ্রুপ পৃথক ভাবে দলের বিভিন্ন সভা ও সমাবেশ করে আসছে। একটি গ্রুপের নেতৃত্বে দিয়ে আসছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অপর গ্রুপের নেতৃত্বে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, যুগ্ম আহবায়ক এ্যাডঃ আসলাম মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক হারুণ অর রশীদ রয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনায় দীর্ঘ দিন পর রাজবাড়ী শহরের আজাদী ময়দানে জনসভার আয়োজন করে জেলা বিএনপি। সমাবেশে উভয় পক্ষের নেতারা বক্তব্যের মধ্য দিয়ে বিএনপিকে এক ও অভিন্ন রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান করেন।
দেখা গেছে, দুপুর থেকেই জেলা বিএনপি’র দুই গ্রুপের নেতাকর্মীরা ছোট-বড় মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়। মাঠে মাঝ দিয়ে বাঁশের বেড়া দিয়ে দুই গ্রুপের নেতাকর্মীদের দুই পাশে বসার ব্যবস্থা করা হয়। সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠান স্থলের বিভিন্ন স্থানে ছিলো সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে।