সামনে সে যে হাসি খুশি
পেছনে তারাই করবে ক্ষতি,
এমন লোকের সংখ্যাই বেশি
হায়রে কপালে দুর্গতি।
মণ্ডা মিঠাই নিয়ে এসে
খুশিতে রাখে বেশ,
সুযোগ পেলেই দুধের পেয়ালায়
মিশিয়ে দেবে বিষ।
কথার ফুলে সাজিয়ে তোমায়
বসাবে পূজার বেদীতে,
স্বার্থ ফুরালে কেটে পড়বে যখন
বুঝবে একটু হলেও দেরীতে।
ওরা যে ভাই বহুরূপী, বহুমুখী
পড়েছে যারা কবলে,
জীবনে তাদের নামবে দুর্ভোগ
স্বার্থপরতার ছোবলে।