যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম’র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৩ই জুলাই) বাদ আছর গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদে যুগান্তর স্বজন সমাবেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। দোয়া অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল।
বক্তব্যে তিনি বলেন, দেশের জন্য মরহুম নুরুল ইসলামের অবদান অপরিসীম। দেশের জন্য তাকে আরো বহুবছর বেঁচে থাকার প্রয়োজন ছিল। তিনি জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছেন। অতঃপর দেশের অর্থনৈতিক পুনর্গঠনে যমুনা গ্রুপ সৃষ্টি করেছেন। গড়ে তুলেছেন বহু শিল্প প্রতিষ্ঠান। এর মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। সারা জীবন মানুষের সেবা করে গেছেন। মহামারী করোনায় আক্রান্ত হয়ে চার বছর আগে তিনি মারা যন। তার মৃত্যু দেশের জন্য এক অপরিসীম ক্ষতি। আমি এই দেশপ্রেমিক কর্মবীরের রুহের মাগফিরাত কামনা করছি।
এ সময় গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন, যুগান্তর প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা শামীম শেখ, স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ সভাপতি শফিউদ্দিন মন্ডল, আনিছুর রহমান, শাহজাহান সিদ্দিক বিপ্লব, উপজেলা ফিড মালিক সমিতির সভাপতি ও স্বজন আব্দুর রহমান, স্বজন সমাবেশের সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সহিদুল ইসলাম, সাংবাদিক মইনুল হক মৃধা সহ মসজিদের সাধারণ মুসুল্লি ও স্বজন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের ইমাম ও স্বজন সমাবেশের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি আজম আহাম্মদ।