রাজবাড়ীর গোয়ালন্দের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এবারের নির্বাচনে সভাপতি পদে বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী ও দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদার এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের রাজবাড়ী সংবাদদাতা শহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে নয়া দিগন্তের গোয়ালন্দ প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাছ, কোষাধ্যক্ষ পদে দৈনিক আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক পদে গণমুক্তির গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ এবং প্রচার সম্পাদক পদে আজকালের খবরের গোয়ালন্দ প্রতিনিধি লুৎফর রহমান সোহাগ নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, ২জন সহ-সভাপতি পদে ৩জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় সদস্যদের সরাসরি ভোট হয়েছে। এতে ১৮ ভোটের মধ্যে সর্বোচ্চ ১৩ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের রাজবাড়ী প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম। ১২ ভোট পেয়ে ২য় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদের গোয়ালন্দ প্রতিনিধি আমিনুল ইসলাম রানা।
সদ্য দায়িত্ব প্রাপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, সংগঠনের ঐতিহ্য রক্ষা ও সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এ কর্মকান্ড বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
গত শুক্রবার (২৫শে এপ্রিল) দুপুর ১২ টায় প্রেসক্লাবের নিজ ভবনে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান এর নেতৃত্বে এ্যাডঃ এবিএম আঃ ছাত্তার ও শিক্ষক নির্মল কুমার চক্রবর্তীর সমন্বয়ে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।