ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রক্তরাঙা কৃষ্ণচূড়া Logo রাজবাড়ীতে ২০হাজার মুসল্লীর অংশগ্রহণে শোক মিছিল অনুষ্ঠিত Logo ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবা সেবা পেয়ে সন্তোষ জনগণ Logo ঈদের ছুটিতেও সেবা মিলেছে রাজবাড়ীর পরিবার কল্যাণ কেন্দ্রে, খুশি প্রসূতিরা Logo রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo বালিয়াকান্দিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত Logo বালিয়াকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত Logo রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ Logo রাজবাড়ীতে আল-খায়ের ফাউন্ডেশন’র উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ প্রদান Logo দূর্ণীতি মুক্ত খানখানাপুর ইউনিয়ন পরিষদ উপহার দেবার চেষ্টা করছি——– চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

রাজবাড়ীতে কেক খেয়ে ৭ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

দোকান থেকে কেক ও বান্ধবীর জন্মদিনের ইলিশ-খিচুরি খেয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি বিদ্যালয়ের একই ক্লাসের ১০জন ছাত্রী অসুস্থ হয়েছে।

বুধবার(৬ই নভেম্বর) বিকালে কালুখালী উপজেলার দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর সাত জন ছাত্রী অসুস্থ অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিক্ষর্থীরাদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার দুপুরে দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ১৩জন শিক্ষার্থী বান্ধবী স্নিগ্ধার জন্মদিনে তার বাড়ীতে দাওয়াতে যায় তারা। স্কুলের টিফিনের সময় বান্ধবীর বাড়ীতে যাবার পথে গান্দিমারা বাস ষ্ট্যান্ড সংলগ্ন মেসার্স উত্তম স্টোর থেকে কেক কিনে খায় শিক্ষার্থীরা। এরপর বান্ধবী স্নিগ্ধার বাড়ীতে ইলিশ-খিচুরী খেয়ে বিদ্যালয়ে ফিরে আসে।

বিদ্যালয়ে ফিরে আসার কিছুক্ষণের মধ্যে বমি, পেট ও মাথা ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়ে ১০জন শিক্ষার্থী। পরে বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের দ্রুত রাজবাড়ীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের নিয়ে আসেন।

বর্তমানে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে প্রীতি সিংহ (১৩), সুরভী আক্তার সুচী(১৩), হিয়া খাতুন(১৪), অন্তরা বিশ্বাস(১২), তিশা (১৪) ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছে। এছাড়া একই ক্লাসের অপর তিন শিক্ষার্থী জয়া, সুমিত্রা ও তন্দ্রা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়ী ফিরে গেছে।

এছাড়া বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আঁখি আক্তার(১২) ও রাবেয়া আক্তার (১২) শারিরীক অবস্থার অবনতি দেখা দিলে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিভাবক মো: আব্দুল হাকিম বলেন, দুপুরে আমার মেয়ে সহ ৮/৯জন বান্ধবীরা মিলে আরেক বান্ধবীর বাড়ীতে জন্মদিনের দাওয়াত খেতে যায়। সেখান থেকে আবার স্কুলে ফিরে আসলে অসুস্থ হয়ে পড়ে। আমার মেয়ে তিশার মতো আরো ৮/৯জন। স্কুলের স্যাররা সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছে। এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে প্রায় সকলেই।

এ ঘটনার বিষয়ে দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়দুর রহমান বলেন, দুপুরে স্কুলের টিফিনের পর ক্লাস শুরু হলে ৬ষ্ঠ শ্রেণীর বেশ কয়েকজন শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। এসময় জরুরী ভাবে মাইক্রোবাস ভাড়া করে অসুস্থ ১০জন শিক্ষার্থীকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা ও ৭জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ফারিয়া রিফাত চৌধুরী বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে পেট ও মাথা ব্যথা, বমি নিয়ে হাসপাতালে ৭জন রোগী এসেছিল। তাদের মধ্যে ৫জন হাসপাতালে ভর্তি ও ২জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

রক্তরাঙা কৃষ্ণচূড়া

রাজবাড়ীতে কেক খেয়ে ৭ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৯:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

দোকান থেকে কেক ও বান্ধবীর জন্মদিনের ইলিশ-খিচুরি খেয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি বিদ্যালয়ের একই ক্লাসের ১০জন ছাত্রী অসুস্থ হয়েছে।

বুধবার(৬ই নভেম্বর) বিকালে কালুখালী উপজেলার দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর সাত জন ছাত্রী অসুস্থ অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিক্ষর্থীরাদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার দুপুরে দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ১৩জন শিক্ষার্থী বান্ধবী স্নিগ্ধার জন্মদিনে তার বাড়ীতে দাওয়াতে যায় তারা। স্কুলের টিফিনের সময় বান্ধবীর বাড়ীতে যাবার পথে গান্দিমারা বাস ষ্ট্যান্ড সংলগ্ন মেসার্স উত্তম স্টোর থেকে কেক কিনে খায় শিক্ষার্থীরা। এরপর বান্ধবী স্নিগ্ধার বাড়ীতে ইলিশ-খিচুরী খেয়ে বিদ্যালয়ে ফিরে আসে।

বিদ্যালয়ে ফিরে আসার কিছুক্ষণের মধ্যে বমি, পেট ও মাথা ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়ে ১০জন শিক্ষার্থী। পরে বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের দ্রুত রাজবাড়ীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের নিয়ে আসেন।

বর্তমানে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে প্রীতি সিংহ (১৩), সুরভী আক্তার সুচী(১৩), হিয়া খাতুন(১৪), অন্তরা বিশ্বাস(১২), তিশা (১৪) ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছে। এছাড়া একই ক্লাসের অপর তিন শিক্ষার্থী জয়া, সুমিত্রা ও তন্দ্রা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়ী ফিরে গেছে।

এছাড়া বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আঁখি আক্তার(১২) ও রাবেয়া আক্তার (১২) শারিরীক অবস্থার অবনতি দেখা দিলে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিভাবক মো: আব্দুল হাকিম বলেন, দুপুরে আমার মেয়ে সহ ৮/৯জন বান্ধবীরা মিলে আরেক বান্ধবীর বাড়ীতে জন্মদিনের দাওয়াত খেতে যায়। সেখান থেকে আবার স্কুলে ফিরে আসলে অসুস্থ হয়ে পড়ে। আমার মেয়ে তিশার মতো আরো ৮/৯জন। স্কুলের স্যাররা সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছে। এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে প্রায় সকলেই।

এ ঘটনার বিষয়ে দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়দুর রহমান বলেন, দুপুরে স্কুলের টিফিনের পর ক্লাস শুরু হলে ৬ষ্ঠ শ্রেণীর বেশ কয়েকজন শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। এসময় জরুরী ভাবে মাইক্রোবাস ভাড়া করে অসুস্থ ১০জন শিক্ষার্থীকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা ও ৭জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ফারিয়া রিফাত চৌধুরী বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে পেট ও মাথা ব্যথা, বমি নিয়ে হাসপাতালে ৭জন রোগী এসেছিল। তাদের মধ্যে ৫জন হাসপাতালে ভর্তি ও ২জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।