ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন Logo দেশের সম্পদ রক্ষার্থে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধিতে একটি ভালো বীজ যেন স্বপ্ন Logo রাজবাড়ীতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo রাজবাড়ীতে জামিন নামঞ্জুর; গোয়ালন্দ পৌর মেয়র কারাগারে Logo রাজবাড়ীতে গৃহবধূ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo রাজবাড়ীতে মামলায় জিতে ইউপি সদস্য হলেন বিএনপি নেতা ফজলুল হক ছোবাহান Logo বালিয়াকান্দির বহরপুর উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ব্যাচ ১৯৮৮ এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে এনসিপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
 গোয়ালন্দে কৃষকের লাঙ্গলে আটকে

মারা পড়ল ৫ফুট লম্বা রাসেলস ভাইপার সাপ

রাজবাড়ী: গোয়ালন্দে কৃষকের লাঙ্গলে আটকে মারা পড়ল ৫ফুট লম্বা রাসেলস ভাইপার।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কৃষকের ট্রাক্টরের লাঙ্গলে আটকে প্রায় ৫ফুট লম্বা বিষধর সাপ রাসেলস ভাইপার মারা পড়েছে।

২৬শে জুন, বুধবার দৌলতদিয়া দেবীপুরের কাশেমপুর মাঠে জমি চাষাবাদের সময় ট্রাক্টর লাঙ্গলের পিছনের ফলায় আটকে মারা যায়।

জানা গেছে, বুধবার খুব সকালে দৌলতদিয়ার কাশেমপুর মাঠে চাষাবাদ করতে যায় তমিজউদ্দীন মোল্লা পাড়ার কৃষক আহম্মেদ আলী ও পরশ উল্লা পাড়ার কৃষক আব্বাস শেখ। তারা দুইটি ট্রাক্টর লাঙ্গল নিয়ে জমি চাষবাদের কাজ করেন।

সকাল সাড়ে ৮টার দিকে ফেলু শেখের জমি চাষ করার সময় তারা খেয়াল করেন তাদের চাষ করা জমিতে পোকা মাকড় খাওয়া পাখিগুলো দলবদ্ধভাবে অস্বাভাবিক কিচির মিছির করছে। ট্রাক্টর থেকে নেমে কাছে গিয়ে দেখতে পান প্রায় ৫ফুট লম্বা একটি রাসেলস ভাইপার সাপ মৃত অবস্থায় পড়ে আছে। এ সময় তারা বুঝতে পারেন লাঙ্গলের পিছনে ফলার সাথে আটকা পড়ে সাপটি মারা পড়েছে।

এ নিয়ে এই উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের মজলিসপুর, চর করনেশন, দেবীপুর, কাসেমপুর সহ পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন চরাঞ্চলে গত তিন মাসে প্রায় অর্ধশত বিষধর রাসেলস ভাইপার সাপের বাচ্ছা সহ মারা পড়ল।

এছাড়া এ অঞ্চলে ওই বিষধর সাপের দংশনে অন্তত ৩ ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এতে করে ওই চরগুলোতে সাপ আতংকে কৃষি শ্রমিক মিলছে না। কৃষকরা মাঠে ও বাড়িতেও আতংকে বাস করছে।

এ বিষয়ে কৃষক আব্বাস শেখ বলেন, সকালে ট্রাক্টরে জমি চাষ করার সময় আমার আগে ছিলো আহম্মেদের লাঙ্গল আমি তার পিছনে। পাখির ক্যাচর বেছর দেখে কাছে গিয়ে মরা সাপটি দেখে বুঝতে পারি যে, ওটা লাঙ্গলের ফলায় আটকে মারা পড়েছে। আমরা ভয়ে লাঙ্গল নিয়ে বাড়িতে চলে আসি। ওই মাঠে যেতে ভয় করছে।

বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন

 গোয়ালন্দে কৃষকের লাঙ্গলে আটকে

মারা পড়ল ৫ফুট লম্বা রাসেলস ভাইপার সাপ

আপডেট সময় ০৪:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কৃষকের ট্রাক্টরের লাঙ্গলে আটকে প্রায় ৫ফুট লম্বা বিষধর সাপ রাসেলস ভাইপার মারা পড়েছে।

২৬শে জুন, বুধবার দৌলতদিয়া দেবীপুরের কাশেমপুর মাঠে জমি চাষাবাদের সময় ট্রাক্টর লাঙ্গলের পিছনের ফলায় আটকে মারা যায়।

জানা গেছে, বুধবার খুব সকালে দৌলতদিয়ার কাশেমপুর মাঠে চাষাবাদ করতে যায় তমিজউদ্দীন মোল্লা পাড়ার কৃষক আহম্মেদ আলী ও পরশ উল্লা পাড়ার কৃষক আব্বাস শেখ। তারা দুইটি ট্রাক্টর লাঙ্গল নিয়ে জমি চাষবাদের কাজ করেন।

সকাল সাড়ে ৮টার দিকে ফেলু শেখের জমি চাষ করার সময় তারা খেয়াল করেন তাদের চাষ করা জমিতে পোকা মাকড় খাওয়া পাখিগুলো দলবদ্ধভাবে অস্বাভাবিক কিচির মিছির করছে। ট্রাক্টর থেকে নেমে কাছে গিয়ে দেখতে পান প্রায় ৫ফুট লম্বা একটি রাসেলস ভাইপার সাপ মৃত অবস্থায় পড়ে আছে। এ সময় তারা বুঝতে পারেন লাঙ্গলের পিছনে ফলার সাথে আটকা পড়ে সাপটি মারা পড়েছে।

এ নিয়ে এই উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের মজলিসপুর, চর করনেশন, দেবীপুর, কাসেমপুর সহ পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন চরাঞ্চলে গত তিন মাসে প্রায় অর্ধশত বিষধর রাসেলস ভাইপার সাপের বাচ্ছা সহ মারা পড়ল।

এছাড়া এ অঞ্চলে ওই বিষধর সাপের দংশনে অন্তত ৩ ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এতে করে ওই চরগুলোতে সাপ আতংকে কৃষি শ্রমিক মিলছে না। কৃষকরা মাঠে ও বাড়িতেও আতংকে বাস করছে।

এ বিষয়ে কৃষক আব্বাস শেখ বলেন, সকালে ট্রাক্টরে জমি চাষ করার সময় আমার আগে ছিলো আহম্মেদের লাঙ্গল আমি তার পিছনে। পাখির ক্যাচর বেছর দেখে কাছে গিয়ে মরা সাপটি দেখে বুঝতে পারি যে, ওটা লাঙ্গলের ফলায় আটকে মারা পড়েছে। আমরা ভয়ে লাঙ্গল নিয়ে বাড়িতে চলে আসি। ওই মাঠে যেতে ভয় করছে।