রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের সাধুর দোকানস্থ স্থানীয় যুবসমাজ ও প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে অর্ধশতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়পুর গ্রামের সৈয়দ গাজী মার্কেটের সামনে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মো: আলী নূর, মো. রিয়াজ শেখ, মো. আনিস মোল্লা, মোহাম্মদ বেপারী, মো. সাইদুল ইসলাম, মো: রোকন সরদার, মো. সাকিব বেপারী সহ প্রমুখ।
আয়োজকরা জানান, সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। শীতের তীব্রতা থেকে সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এ আয়োজন করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উদ্যোগটির প্রশংসা করেন এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক: 









