ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ Logo রাজবাড়ীতে যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ Logo রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ৬০জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ Logo বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত Logo ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা ফেরি বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী ও চালকরা Logo রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি Logo সত্য ও সাহসী সাংবাদিকতার ৭৩ বছর: রাজবাড়ীতে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী Logo আহলাদীপুর হাইওয়ে থানার উদ্যোগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন Logo রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে সওজ বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের গভীর শ্রদ্ধা

রাজবাড়ীতে কৃষি ব্যাংকের অফিসার্স ফোরামের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

রাজবাড়ীতে বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৮ নভেম্বর)  বিকাল সাড়ে ৪টায় রাজবাড়ী পৌরসভার ১নং বেড়াডাঙ্গা এলাকার বি.কে.বি আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ে আয়োজন করে বাংলাদেশ কৃষি ব্যাংকের রাজবাড়ী প্রধান অঞ্চল অফিস।

রাজবাড়ী বি.কে.বি জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের সমন্বয়ক মোঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আঃ গফুর মন্ডল।

বক্তব্যে তিনি বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়, যা আমাদের জাতিকে সংহতি ও জাতীয়তাবাদের পথে পরিচালিত করেছে। এই দিনটি আমাদের একতার প্রতীক, এবং যুবসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য আমরা সকলকে সচেষ্ট হতে হবে।”

এসময় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ্ আলম।

বক্তব্যে তিনি বলেন, “৭ই নভেম্বর আমাদের দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও পরিবর্তনশীল দিন। এই বিপ্লবের মাধ্যমে দেশের সংহতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া আরও দৃঢ় হয়েছে। আমরা সকলকে আহ্বান জানাই দেশের উন্নয়ন এবং শ্রমিক ও সাধারণ মানুষের কল্যাণে একযোগে কাজ করার জন্য।

বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা আমাদের ইতিহাস ও জাতীয় ঐক্যের মর্যাদা প্রমাণ করেছে। ফোরামের সদস্যরা শুধু ব্যাংকের উন্নয়নে নয়, সমাজকল্যাণ ও জনগণের কল্যাণেও অক্লান্তভাবে কাজ করছেন।

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি’র দলীয় মনোনিত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ভাইয়ের নেতৃত্বে ফোরামের এই ধরনের উদ্যোগ আরও শক্তিশালী হয়েছে। তার সততা, আন্তরিকতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড তাকে একজন গ্রহণযোগ্য, সম্মানিত ও প্রেরণাদায়ক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।আমরা আশাবাদী, তার দিকনির্দেশনায় রাজবাড়ীর উন্নয়ন, শান্তি ও সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় হবে।”

রাজবাড়ীর বি.কে.বি জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের সমন্বয়ক মোঃ মনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আঃ রাজ্জাক, হাবাসপুর শাখার ক্যাশ অফিসার শহিদুল ইসলাম, সোনাপুর শাখায় সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম সহ সহ অন্যান্য কর্মকর্তাগণ।

এসময় রাজবাড়ীর বি.কে.বি আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের মূখ্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান সহ জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিকেবি জাতীয়তাবাদী কেন্দ্রীয় ফোরামের উপ-মহাব্যবস্থাপক (পিডি-১) ও সমন্বয়ক মোঃ জাহিদ হোসেনের নেতৃত্বের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেন এবং তার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।”

ট্যাগস :

লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ

রাজবাড়ীতে কৃষি ব্যাংকের অফিসার্স ফোরামের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

আপডেট সময় ০৭:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

রাজবাড়ীতে বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৮ নভেম্বর)  বিকাল সাড়ে ৪টায় রাজবাড়ী পৌরসভার ১নং বেড়াডাঙ্গা এলাকার বি.কে.বি আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ে আয়োজন করে বাংলাদেশ কৃষি ব্যাংকের রাজবাড়ী প্রধান অঞ্চল অফিস।

রাজবাড়ী বি.কে.বি জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের সমন্বয়ক মোঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আঃ গফুর মন্ডল।

বক্তব্যে তিনি বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়, যা আমাদের জাতিকে সংহতি ও জাতীয়তাবাদের পথে পরিচালিত করেছে। এই দিনটি আমাদের একতার প্রতীক, এবং যুবসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য আমরা সকলকে সচেষ্ট হতে হবে।”

এসময় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ্ আলম।

বক্তব্যে তিনি বলেন, “৭ই নভেম্বর আমাদের দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও পরিবর্তনশীল দিন। এই বিপ্লবের মাধ্যমে দেশের সংহতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া আরও দৃঢ় হয়েছে। আমরা সকলকে আহ্বান জানাই দেশের উন্নয়ন এবং শ্রমিক ও সাধারণ মানুষের কল্যাণে একযোগে কাজ করার জন্য।

বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা আমাদের ইতিহাস ও জাতীয় ঐক্যের মর্যাদা প্রমাণ করেছে। ফোরামের সদস্যরা শুধু ব্যাংকের উন্নয়নে নয়, সমাজকল্যাণ ও জনগণের কল্যাণেও অক্লান্তভাবে কাজ করছেন।

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি’র দলীয় মনোনিত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ভাইয়ের নেতৃত্বে ফোরামের এই ধরনের উদ্যোগ আরও শক্তিশালী হয়েছে। তার সততা, আন্তরিকতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড তাকে একজন গ্রহণযোগ্য, সম্মানিত ও প্রেরণাদায়ক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।আমরা আশাবাদী, তার দিকনির্দেশনায় রাজবাড়ীর উন্নয়ন, শান্তি ও সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় হবে।”

রাজবাড়ীর বি.কে.বি জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের সমন্বয়ক মোঃ মনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আঃ রাজ্জাক, হাবাসপুর শাখার ক্যাশ অফিসার শহিদুল ইসলাম, সোনাপুর শাখায় সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম সহ সহ অন্যান্য কর্মকর্তাগণ।

এসময় রাজবাড়ীর বি.কে.বি আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের মূখ্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান সহ জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিকেবি জাতীয়তাবাদী কেন্দ্রীয় ফোরামের উপ-মহাব্যবস্থাপক (পিডি-১) ও সমন্বয়ক মোঃ জাহিদ হোসেনের নেতৃত্বের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেন এবং তার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।”