ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ Logo রাজবাড়ীতে যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ Logo রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ৬০জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ Logo বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত Logo ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা ফেরি বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী ও চালকরা Logo রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি Logo সত্য ও সাহসী সাংবাদিকতার ৭৩ বছর: রাজবাড়ীতে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী Logo আহলাদীপুর হাইওয়ে থানার উদ্যোগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন Logo রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে সওজ বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের গভীর শ্রদ্ধা

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল ও মোনাজাত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠ চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। এর আগে সকাল থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়।

দোয়া মাহফিলের পূর্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাবেক যুগ্ম সম্পাদক গাজী আহসান হাবিব, সাবেক দপ্তর সম্পাদক এ. মজিদ বিশ্বাসসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তিনি আজ অসুস্থ হলেও তার জন্য দেশের কোটি মানুষের দোয়া অব্যাহত রয়েছে। আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের পাশে দাঁড়াবেন এ বিশ্বাস আমাদের অটুট। আজকের এই দোয়া মাহফিল তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “দেশনেত্রীর সুস্থতা শুধু বিএনপির জন্য নয়; গণতন্ত্রকামী জনগণের জন্যও অত্যন্ত জরুরি। আমরা সবাই তার রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনি। মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও রাজবাড়ী-১ আসনের তৃণমূল পর্যায়ের হাজারো মানুষ অংশ নেন। পুরো রেলওয়ে মাঠ চত্বর জুড়ে ছিল ধর্মীয় আবেগ, ভাবগাম্ভীর্য ও প্রার্থনার পরিবেশ।

ট্যাগস :

লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল ও মোনাজাত

আপডেট সময় ০৮:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠ চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। এর আগে সকাল থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়।

দোয়া মাহফিলের পূর্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাবেক যুগ্ম সম্পাদক গাজী আহসান হাবিব, সাবেক দপ্তর সম্পাদক এ. মজিদ বিশ্বাসসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তিনি আজ অসুস্থ হলেও তার জন্য দেশের কোটি মানুষের দোয়া অব্যাহত রয়েছে। আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের পাশে দাঁড়াবেন এ বিশ্বাস আমাদের অটুট। আজকের এই দোয়া মাহফিল তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “দেশনেত্রীর সুস্থতা শুধু বিএনপির জন্য নয়; গণতন্ত্রকামী জনগণের জন্যও অত্যন্ত জরুরি। আমরা সবাই তার রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনি। মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও রাজবাড়ী-১ আসনের তৃণমূল পর্যায়ের হাজারো মানুষ অংশ নেন। পুরো রেলওয়ে মাঠ চত্বর জুড়ে ছিল ধর্মীয় আবেগ, ভাবগাম্ভীর্য ও প্রার্থনার পরিবেশ।