সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ জানুয়ারি) বাদ জোহর সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে খানখানাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রায় ৪ থেকে ৫ হাজার মুসল্লি ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও খানখানাপুর ইউপি চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন।
দোয়া মাহফিলে সুরাজ মোহিনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন সেলিম, পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, খানখানাপুর ইউনিয়ন বিএনপি নেতা মাইনুদ্দিন, মো: আব্দুল গফুর বেপারী, মীর আজাদ, জেলা ছাত্রদলের নেতা আব্দুল্লাহ আল আমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন ভাণ্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক সিরাজুল কবির। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন বলেন, “দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব দেওয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ জাতির জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং দেশ ও জাতির ওপর রহমত বর্ষণ করেন। ভবিষ্যতেও জনগণের কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাব।”
সাইফুল আলম মিরাজ: 









