রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর গ্রামে ইতালি প্রবাসী মোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সোনাকান্দর লক্ষীকোল ইমামবাড়ী সংলগ্ন এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদেশ যাওয়ার টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী তুহিন ও মিরাজের ভাড়াটে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে মোফাজ্জল হোসেনের বাড়িতে হামলা চালায়।
প্রেস নোট অনুযায়ী, মোফাজ্জল হোসেন ইতালি থাকাকালীন রিনা আক্তার নামে এক নারীর মাধ্যমে ৩৪ লক্ষ ২০ হাজার টাকা গ্রহণ করেছিলেন। পরবর্তীতে বিদেশ নিতে ব্যর্থ হওয়ায় ১৬ লক্ষ ৬২ হাজার টাকা ফেরত দেওয়া হয় এবং অবশিষ্ট টাকা কিস্তিতে পরিশোধ করা হচ্ছিল। একইভাবে মোফাজ্জল হোসেনের ভাই তোফাজ্জল হোসেনের মাধ্যমেও একটি পক্ষ বিদেশ যাওয়ার জন্য লেনদেনে জড়িত ছিল। বিষয়গুলো নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও আইন অমান্য করে ভাড়াটে বাহিনী দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোফাজ্জল হোসেনের ছোট ভাই তোফাজ্জল হোসেন, তার পিতা মো: সোরহাব সরদার, মিজানপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য মো: সাজু প্রামানিক, প্রতিবেশী মো: সিরাজ সিকদার, লক্ষ্মীকোল জামে মসজিদের ইমাম মো: জিল্লুর রহমান, প্রতিবেশী মাজেদা বেগম, আল্লা নেওয়াজ খায়রু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আকতার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অবিলম্বে এই সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদক: 












