দুঃশাসন, পাচারকৃত অর্থ ফেরত আনা, দুর্নীতি লুটপাট বন্ধ ও দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে দুর্নীতি বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা শাখা ।
গত শনিবার (১৩ জুলাই) সকাল ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে বৃষ্টিতে ভিজেই ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। আয়োজিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচির সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাবেক সভাপতি আবুল কালাম, সদর সিপিবি’র সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, বালিয়াকান্দি উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সঞ্জিত দাস, পাংশা কমিউনিস্ট পার্টির নেতা ইলিয়াস খান, জেলা কৃষক সমিতির সদস্য ক্বারী মো: শাহাবুদ্দিন।
এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি সঞ্চালনা করেন জেলা সিপিবি’র সদস্য আব্দুল হালিম বাবু।