‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩১শে জুলাই, বুধবার সকালে বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর। সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন। বক্তব্য শেষে তিনি উপজেলায় মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর সহ মৎস্য চাষীরা।