রাস্তার মোড়ে দাঁড়িয়ে মুখে বাঁশি নিয়ে বাজিয়ে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন, রাস্তার ময়লা পরিস্কার ও সৌন্দর্য্য বাড়াতে আলপোনা করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৭ই আগষ্ট) সকালে রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজ রোভার স্কাউটস গ্রুপ ২০জন সদস্যদের জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায়।
জানা গেছে, সারা দেশের ন্যায় রাজবাড়ীতে পুলিশের কর্ম বিরতি থাকায় ট্রাফিক পুলিশের সড়কে যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করেছে তারা। যতদিন ট্রাফিক পুলিশ নিজ দায়িত্বে না ফিরছেন, ততদিন তারা নিজ জেলার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে।
সরজমিন ঘুরে দেখা গেছে, গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বড়পুল, পান্না চত্ত্বর, রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশের যানজট নিয়ন্ত্রণ কার্যক্রমে কাজ করছে ডা: আবুল হোসেন কলেজ রোভার স্কাউটস।
ডা: আবুল হোসেন কলেজ রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার মেড মোঃ সাইদুল ইসলাম বলেন, আমরা ২০জন রোভার স্কাউটস সদস্য কাজ করছি। যতদিন জেলার ট্রাফিক পুলিশ দায়িত্বে না ফিরবেন, ততদিন আমরা কাজ করে যাবো।
উডব্যাজার বাংলাদেশ স্কাউটসের কামরুন্নাহার রুপা বলেন,বলেন, পুলিশ সদস্যরা কর্মবিরতি থাকার কারণে আমরা ট্রাফিক পুলিশের যানজট নিয়ন্ত্রণে কাজগুলো করে যাচ্ছি। যাতে করে আমাদের এ শহরের যানবাহনের যানজট ও সাধারণ যাত্রীদের যেন ভোগান্তিতে পড়তে না হয় সেই লক্ষ্যে কাজ করছি।
স্কাউটস সদস্যদের ট্রাফিক পুলিশে কাজ করাকে স্বাগত জানিয়েছেন রাস্তায় চলাচলরত সকল যানবাহনের চালক সহ যাত্রীরা।