ঈদ-উল-আযাহা উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের দেশজুড়ে (১৯শে মে-১৫ই জুন পর্যন্ত) ৪ সপ্তাহ ব্যাপী রেমিট্যান্স উৎসব উপলক্ষ্যে লটারিতে ৪১জন বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে বুধবার(১৪ই আগষ্ট) দুপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক রাজবাড়ীর বালিয়াকান্দি শাখার রেমিট্যান্স গ্রহণকারী মোছা: সুফিয়া বেগম ৭ম স্থান লাভ করায় বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
৭ম স্থান অধিকার করায় বিজয়ী মোছা: সুফিয়া বেগমের হাতে ডাবল বার্নার চুলা পুরস্কার হিসেবে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: খোরশেদ আলম।
বাংলাদেশ কৃষি ব্যাংক বালিয়াকান্দির শাখার ব্যবস্থাপক জিএম আশরাফ হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে বিভাগীয় কর্মকর্তা ফরিদপুর কার্যালয়ের মুহাম্মাদ রাশিদুল ইসলাম, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো: মুনসুর রহমান, ব্যাংকের গ্রাহকগনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, পবিত্র ঈদ-উল-আযাহা উপলক্ষ্যে কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব-২০২৪ উদযাপনের লক্ষ্যে ১৯মে থেকে ১৫ জুন পর্যন্ত চার সপ্তাহ ব্যাপী রেমিট্যান্স উৎসবের আয়োজন করা হয়। প্রতি সপ্তাহে লটারি করে ১০টি পুরস্কার প্রদান করা সহ মোট ৪১টি পুরস্কার দেয়া হয়।