আগামী ১৫ আগষ্ট ঘিরে আওয়ামী লীগের সংগঠিত হওয়া এবং যে কোন ধরনের নাশকতা ঠেকাতে ৩ দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে গোয়ালন্দ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
বুধবার(১৪ই আগষ্ট) সকাল ১০ টায় গোয়ালন্দ পৌর জামতলায় সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে দলের নেতাকর্মীরা।
১১ টায় সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়ক ও বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর জামতলায় ফিরে আসে। সেখানে বিকাল ৫টা পর্যন্ত তারা অবস্থান নেয় নেতাকর্মীরা।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, গোয়ালন্দ পৌর বিএনপি’র সভাপতি কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, বিএনপি নেতা খন্দকার আব্দুল মুহিত, আমজাদ হোসেন, মো: সাইদুল মন্ডল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: সানোয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল প্রমূখ।
অবস্থান কর্মসূচিতে নেতারা বলেন, বিএনপি’র জাতীয় কর্মসূচির অংশ হিসেবে তারা গোয়ালন্দে তিনদিনের এ অবস্থান কর্মসূচি শুরু করেছে। আগামী ১৫ আগষ্টকে কেন্দ্র করে তারা আওয়ামীলীগের যে কোন ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রুখে দিতে মাঠে প্রস্তুত আছে।