রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মিয়া(৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুকবার(১৬ই আগষ্ট) সকাল ৯টায় উপজেলা ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরণ করেন।
জানা গেছে, তিনি গোয়ালন্দ প্রপার হাই স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ছোট ভাকলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি হার্টের অসুখে ভুগছিলেন।
শুক্রবার বাদ আছর হাউলি কেউটিল রেলওয়ে খেলার মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।