রাজবাড়ীর কালুখালী উপজেলাতে সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত করতে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ই আগষ্ট) বিকালে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ’র নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নেয় দলের নেতাকর্মীরা ।
উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে কয়েকশত মোটরসাইকেল নিয়ে দলের নেতাকর্মীরা শোডাউন দেয়। এরপর কালুখালীর রতনদিয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এড: লিয়াকত আলী বাবু, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, কালুখালী উপজেলা বিএনপি’র নেতা লুৎফর রহমান খান, এড: রকিবুল হাসান রুমা, মেহেদী হাসান তোতা, মো: শাহাজালাল মিয়া, ছাত্রদলের নেতা মো: জামাল খান, আহাদুজ্জামান সূর্য প্রমূখ।
কর্মসূচিতে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী মেখ হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ।
এছাড়া কর্মসূচি থেকে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা বিএনপির নেতারা।