রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজের গভনিং বডির সভাপতি সাবেক জেলা ও দায়রা জজ মো: শামসুল হকের অপসারণ সহ তিনদফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
রবিবার(১৮ই আগস্ট) সকাল ১১টায় ডাঃ আবুল হোসেন কলেজের কাজী কেরামত আলী আইসিটি ভবনের সামনে শিক্ষার্থীরা প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।
এসময় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু বরাবর লিখিত ভাবে তিন দফা দাবি পেশ করে এবং দাবি পূরনের জন্য এক কর্মদিবসের আল্টিমেটাম দেয়। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয় শিক্ষার্থীরা।
এ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার প্রতিনিধি রাজিব মোল্লা, মো: রিয়াজ, কলেজের শিক্ষার্থী কাজী সাফায়েত আহম্মেদ সাদী, রুদ্র মোল্লা, ইসরাফিল, ফাহিম শেখ, দ্বাদশ শ্রেনীর ছাত্র মাহফুজুর রহমান বাপ্পি, তাহসিন বিন আতিয়ার, রায়সা সামিয়া, নাদিয়া ইসলাম, সুজিতা, ময়ুরী ইসলাম মীম, সাইদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনা আড়াই ঘন্টা পর কলেজের সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ডাঃ আবুল হোসেন কলেজের গভনিং বডির সভাপতির পদ থেকে লিখিত পদত্যাগ করেছেন সাবেক বিচারক মোঃ শামসুল হক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর দেওয়া আবেদন পত্রে মো: শামসুল হক উল্লেখ করেন, গত ২৫/৭/২০২৪ তারিখে আমাকে রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। আমি উক্ত পদে থাকতে আগ্রহী নই। সে কারণে আমি উক্তি পদ থেকে পদত্যাগ করিলাম।
এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ডা: আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু বলেন, গত ১৮ই আগষ্ট শিক্ষার্থীদের ৩দফা দাবির প্রেক্ষিতে কলেজের গভর্নিং বডির সভাপতি সাবেক জজ শামসুল হক পদত্যাগ করেছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর পদত্যাগ করার আবেদন দিয়েছেন। ওই আবেদনের একটি অনুলিপিও হোয়াট অ্যাপস মাধ্যমে দুপুর ১.৪৫মিনিটে পেয়ে তা সংরক্ষণ করেছি।