রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল ও অফিস সহকারী জাকির হোসেনের বিরুদ্ধে পদোন্নতি, বেতন সমতাকরণ, এনওসি প্রদানে ঘুষ গ্রহণ সহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ঠা সেপ্টম্বর) সকাল ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ কর্মসূচির আয়োজন করে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি আঞ্জুমান আরা খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূইয়া, উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম টুকু, প্রধান শিক্ষক মমতাজ বেগম, নাসিমা বেগম, জান্নাতুল ফেরদৌস, সম্পা প্রামানিক, হামিদুর রহমান খান, সহকারী শিক্ষক রুবেল মন্ডল, ইব্রাহীম ভূইয়া, আব্দুর রহমান, মনিরা আক্তার বিথি, মালেক, সোলাইমান খলিফা, শাহানাজ বেগম, অরূপ রতন দে, রিনা পারভীন প্রমুখ।
মানববন্ধনে শিক্ষকরা রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল ও অফিস সহকারী জাকির হোসেনকে ৭দিনের মধ্যে রাজবাড়ী জেলা হতে অপসারণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ কর্মসূচিতে জেলার ৫টি উপজেলা থেকে ২শতাধিক শিক্ষক -শিক্ষিকা অংশ গ্রহণ করে।
মানববন্ধন শেষে শিক্ষকরা রাজবাড়ী প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে তারা রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের নিকট একটি স্মারক লিপি প্রদান করেন।