বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।
শনিবার (৩১শে আগস্ট) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এডঃ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এডঃ কামরুল আলম, যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এডঃ মোঃ আসলাম মিয়া।
এসময় সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মজিবর রহমান, রাজবাড়ী পৌর বিএনপি’র সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুব আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলী মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এডঃ লিয়াকত আলী বাবু বলেন, রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ীতে সাংগঠনিক স্বেচ্ছাচারিতা শুরু করেছেন। বিগত ১৭ই জানুয়ারী ২০২০ সালে জেলা বিএনপির আহবায়ক কমিটি হয়। এই কমিটির অধীনে ৪৭টি প্রোগ্রাম হয়েছে। কেন্দ্র থেকে নেতাকর্মী এসেছে অনেক মিটিংয়ে। কিন্তু তিনি মাত্র একটি মিটিংয়ে উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল আলম বলেন, দলের বৈধ কমিটি থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন স্থানে তথাকথিত সংস্কারপন্থী ও ওয়ার্কার্স পার্টির সাবেক নেতাকর্মীদের নিয়ে পৃথক সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। যা কোনভাবেই মেনে নেয়া যায় না। এসব কর্মকান্ড দলীয় শৃঙ্খলা বিরোধী উল্লেখ করে তাকে বহিষ্কারের দাবী জানান।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ- সভাপতি এডঃ মোঃ আসলাম মিয়া বলেন, গত ৫ই আগস্ট আওয়ামী দুঃশাসনের কবল থেকে দেশ পুনর্বার স্বাধীন হওয়ার পর তার আপনার দখলদারিত্বের কারণে রাজবাড়ীতে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা দখলবাজের সাথে জড়িত তাদের দলে কোন ঠাঁই নাই। তার নির্দেশনা মেনে চলুন, ভালো রাজনীতি করুন। নোংরা রাজনীতি বাদ দিন। তিনি সাবেক এমপি খৈয়মকে বহিষ্কার দাবী করেন।