নার্সদের নিয়ে কটুক্তি করায় রাজবাড়ীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এর পদত্যাগের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৪ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় রাজবাড়ী সদর হাসপাতালে সামনে বৃষ্টিতে ভিজে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করে নার্সিং সংস্কার পরিষদ ও জেলার সকল নার্সিং শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধন কর্মসূচিতে রাজবাড়ী সরকারি নাসিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ আরতী রানী শীল, ইনস্ট্রাক্টর রুমা হাজারী, স্মৃতি দে, নাসিং ইনস্ট্রাক্টর সালমা পারভীন, ডালিয়া পারভীন, সিভিল সার্জন অফিসের ষ্টাফ নার্স সেলিনা আক্তার, রাজবাড়ী সদর হাসপাতালের নাসিং কর্মকর্তা আখিতারা, নাসিং সুপারভাইজার রহিমা ইয়াসমিন, সিনিয়র স্টাফ নার্স রওশন আরা, রুমানা পারভীন, কোহিনুর পারভীন, বে-সরকারি বেসরকারি আইডিয়াল নার্সিং কলেজ, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউট, মডেল নার্সিং কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তরা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এর পদত্যাগ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদসহ সকল নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণ এবং উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার ১ দফা দাবী জানান।
এ মানববন্ধন কর্মসূচিতে রাজবাড়ী সরকারি নার্সিং ইনস্টিটিউট, বেসরকারি আইডিয়াল নার্সিং কলেজ, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউট, মডেল নার্সিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে প্রায় ৫শতাধিক অংশ গ্রহণ করে।