রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ছাত্র দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়াম রুমে বালিয়াকান্দি সরকারি কলেজ ও উপজেলা ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য খোন্দকার শফিউল আজম (শিবলু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম (চুন্নু)।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ম আহব্বায়ক আব্দুর ওহাব মন্ডল, সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল, উপজেলা ছাত্রদলের সাবেক আহব্বায়ক মীর মনিরুজ্জামান বাবু, বালিয়াকান্দি সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক রিদয় হোসেন পাপ্পু সহ প্রমুখ।
বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের নেতা সবুজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা ছাত্র দলের সবুজ মাহমুদ, নিবির হাসান রচি, ইফতেখার ইফতি, সাকিব শেখ, বালিয়াকান্দি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো: আকাশ সেখ, মিতা খাতুন, মো: ফজলে রাব্বী, হাসিব শেখ, আনোয়ার হোসেন, মো: সাজ্জাদ, হাদী খান অপু, হুমায়ন কবির বাপ্পী, মো: শাহিন, ইমরান সেখ প্রমুখ উপস্থিত ছিলেন।