জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০শে সেপ্টেম্বর) সকালে কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপলো প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
কালুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
প্রধান অতিথির বক্তব্যে কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ বলেন, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় উপবিষ্ট করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা। লিঙ্গ বৈষম্য দূর করে কন্যা শিশুদেরকে আগামীর সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কালুখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা খোন্দকার আবুবকর সিদ্দিক, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার প্রমূখ।
আলোচনা সভায় কালুখালী উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, সাংবাদিক সহ বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।