‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০শে সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় আরো বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, দশম শ্রেনীর ছাত্রী ববিতা আক্তার প্রমূখ।
আয়োজিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক শামীম শেখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের দুই শতাধিক কন্যা শিশু অংশ গ্রহণ করেন।