‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস-২০২৪ পালিত হয়েছে।
সোমবার (৭ই অক্টোবর) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগ।
সকালে জেলা প্রশাসকের আম্রকানন চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাজস খান, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ অচীন্ত কৃত্যে নিয়া সহ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.এম. ইফতাখার মজিদ।
রাজবাড়ী গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি নাহিদ আহমেদ, রাজবাড়ী গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রায়হান উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসান মাহফুজ ও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নিরাপদ ও বাস যোগ্য একটি দেশ গঠনে পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই। আর্থ-সামাজিক খাত, জনসংখ্যার চাপ, জমির অপ্রতুলতা, নগরায়ণ ও শিল্পায়ন সবকিছু বিবেচনায় এনে শহর-গ্রামে প্রতিটি জনবসতিতেই এখন পরিকল্পিত আবাসন জরুরি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, পরিকল্পিত, অন্তর্ভুক্তি মূলক এবং স্থিতিশীল নগর প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য। তাই সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক নিরাপদ আবাসন ও উন্নত নগর ব্যবস্থা চালু করতে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।