রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষ্যে ৫৪০জন জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ(চাল) বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ই অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপকারে ভোগীদের মাঝে চাল বিতরণ করেন রাজবাড়ী সদর উপজেলা মৎস্য অফিসের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল। এসময় ইউনিয়নের নিবন্ধিত ৫৪০জন জেলের প্রত্যেকে বিনামুল্যে ২৫কেজি চাল দেয়া হয়।
বিতরণকালে ট্যাগ অফিসার উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, মিজানপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: প্লাবন আলী, প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ মেহেদী মাসুদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত চার দিনে পদ্মা নদীতে ৩০টি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সাড়ে ১২হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪টি চায়না দোয়ারি, ১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ বছর জেলার চারটি উপজেলায় ৪৬৯০জন উপকার ভোগীর প্রত্যেকে ২৫কেজি ভিজিএফ’র চাল পেয়েছেন। গত চলতি মাসের ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২দিন জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।