ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলার নিবন্ধিত ২৭৬জন জেলের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ই অক্টোবর) দুপুরে উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য অফিস।
এ কার্যক্রমের উদ্ধোধন করেন কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক। এসময় উপজেলার রতনদিয়া, কালিকাপুর, সাওরাইল ইউনিয়নের নিবন্ধিত ২৭৬জন জেলের প্রত্যেককে ২৫ কেজি চাল দেয়া হয়।
এসময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আক্কাছ আলী, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউনুস হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক বলেন, গত ১৩ই অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত সরকার ঘোষিত এই ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে ইলিশ আহরণ সহ যে কোন ধরণের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এসময় সকল জেলের এই ২২ দিন নদীতে না নামতে ও ইলিশ না ধরতে অনুরোধ জানান।