রাজবাড়ীর কালুখালী উপজেলাতে ডাচ-বাংলা ব্যাংকের জেলার শাখার অধিনস্থ উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ই অক্টোবর) সকালে উপজেলার রতনদিয়া বাজারস্থ গোল্ডেন টার্স সুপার মাকের্টের দ্বিতীয় তলার এ শাখার উদ্ধোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে উপ-শাখার উদ্বোধন করেন ডাচ-বাংলা ব্যাংকের রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ হানিফ রিপন।
ডাচ-বাংলা ব্যাংকের কালুখালী উপ-শাখার ব্যবস্থাপক সৈয়দ রিয়াজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক খন্দকার মফিজুল ইসলাম, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান, কালুখালী রতনদিয়া বাজার বণিক সমিতির সভাপতি ইমদাদুল হক দুদু, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক, রনজয় কুমার বসু, ব্যবসায়ী টিটু মোল্লা প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কালুখালী রতনদিয়া বাজার মসজিদের মুয়াজ্জিন মোঃ জয়নাল আবেদীন। এসময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট ব্যবসায়ী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।